হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া—হেন্সন রোবটিক্সের তৈরি পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। ’ তথ্য-প্রযুক্তি খাতের উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ডে’ অংশ নিতে ঢাকায় আসার আগে বাংলাদেশের উদ্দেশে এই ভিডিও বার্তা পাঠিয়েছে মানুষের আদলে তৈরি রোবট সোফিয়া।
এই অনুষ্ঠানে অংশ নিতে ‘তর সইছে না’ বলে ভিডিও বার্তা পাঠিয়েছে সোফিয়া। এই বার্তাটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে আইসিটি বিভাগ। খ্যাতনামা হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের চেহারার আদলে হংকং ভিত্তিক কোম্পানি হ্যান্সন রোবোটিক্সের তৈরি ‘সোফিয়া’ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রশ্নেরও জবাব দিতে পারে।
ঢাকায় ৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া ‘ডিজিটাল ওয়ার্ল্ডে’ তার অংশ নেওয়ার কথা আগেই জানিয়েছিল সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। ভিডিও বার্তায় সোফিয়াকে আরও বলতে দেখা যায়, ‘আমি অনেক আনন্দের সঙ্গে তোমাদের জানাচ্ছি যে, আমি এবং ড. ডেভিড হেন্সন এই বছর ঢাকায় আয়োজিত ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’তে অংশগ্রহণ করছি। এত বড় একটা আয়োজনের অংশীদার হতে তর সইছে না আমার। ’
আগামী ৬-৯ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ এ সোফিয়ার থাকা নিশ্চিত করে একে এবারের ‘চমক’ বলেছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত অক্টোবরে সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া সোফিয়া ভিডিও বার্তায় বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য ডিজিটাল ওয়ার্ল্ডের আয়োজক বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনকে ধন্যবাদ জানায়। ‘সোফিয়া’ ডিজিটাল ওয়ার্ল্ডের প্রথম দিন দুপুর আড়াইটা-সাড়ে ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে থাকবে বলে জানানো হয়েছিল আইসিটি প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে।
ওই সময় বাংলাদেশিদের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করে ভিডিও বার্তায় সোফিয়া বলেন, ‘আশা করছি, সবার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। ’
বাজারে এখনো আইফোন এইট আসেনি। এরইমধ্যে এর ফিচারগুলো নকল করে ফেলা হয়েছে। চীনে আইফোন এইটের 'ক্লোন' পাওয়া যাচ্ছে। যেটির মূল্য বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ১৮২ টাকা।
আইফোন বিশেষজ্ঞ বেঞ্জামিন জেসকিন টুইটারে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন আইফোন এইট'র। সেখানে এর সমস্ত ফিচার্স জনসমক্ষে আনা হয়। ধারণা করা হচ্ছে, সেগুলো থেকেই নকল আইফোন তৈরি করা হয়েছে।
খালি চোখে পার্থক্য ধরা মুশকিল। তবে খুব সূক্ষ্মভাবে দেখলে পার্থক্য ধরা পড়বে ক্যামেরা এবং ব্যাক কভারে। তারপরও অ্যাপলের নিজস্ব দোকান থেকেই আইফোন কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
শীর্ষ নিউজ ডেস্ক: নোবেল পুরস্কার বিজয়ী মিশরের প্রখ্যাত রসায়নবিদ আহমেদ জিওয়ালি মারা গেছেন । ১৯৯৯ সালে সময়ের খুবই ক্ষুদ্র ব্যাপ্তির ( এক সেকেন্ডের মিলিয়ন কিংবা বিলিয়ন ভগ্নাংশ) মধ্যে রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণের পদ্ধতি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার তিনি মারা যান বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পাসাডানায় অবস্থিত ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি কর্তৃপক্ষ (ক্যালটেক)। বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানটিতে তিনি রসায়ন বিদ্যায় লাইনাস পলিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।
জিওয়ালি মিশরের ডামানহুরে জন্ম নিলেও বসবাস করতেন লস এঞ্জেলেসের সান মেরিনোতে।
ক্যালটেকে দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতার সময় ফেমটোকেমিস্ট্রির পথিকৃত হিসেবে গণ্য হয়ে থাকেন জিওয়ালি ও তার ছাত্ররা।
এই পদ্ধতিতে লেসার প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা ফেমটো সেকেন্ডে (সেকেন্ডের মিলিয়ন মিলিয়ন ভগ্নাংশ) রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ করতে সক্ষম হন।
শীর্ষ নিউজ ডেস্ক: আজকের দিনে সোশ্যাল মিডিয়া বা অনলাইন মিডিয়ায় অনেকেই ব্যস্ত। দিনের বেশির ভাগ সময় কাটছে ভারচুয়াল ওয়ার্ল্ডের অন্তরজালিকার মধ্যে। এর ফলে ব্যবহারকারী সকলেই নিজস্ব কিছু গোপন তথ্য শেয়ার বা স্টোর করছে সর্বদা ব্যবহৃত এই মিডিয়ায়। কিন্তু এই ব্যস্ততার মাঝেই অনলাইন মিডিয়ায় হামলা চালায় হ্যাকার বা জালিয়াতরা। বোকা বানিয়ে নিমেষেই হাতিয়ে নেয় আপনার গোপন তথ্য।
কিন্তু এবার রইল সাতটি বিশেষ টিপস যে কাজগুলি করলে আপনি কিছুটা হলেও রক্ষা করতে পারবেন আপনার কোন গোপন তথ্যকে।
১। পাসওয়ার্ড নিজের কাছে রাখুন:
কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেটের ও ব্যাংক কার্ডের পাসওয়ার্ড যেন কখনই এক না হয়। এছাড়া কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেটে কোনো পাসওয়ার্ড লিখে রাখবেন না। এর ফলে আপনার তথ্য চুরির সম্ভাবনা অনেক বেড়ে যায়। বাড়ির বাইরে গেলে এগুলি লক করে যান।
২। ‘গুগল অ্যালার্ট’ ব্যবহার করুন:
এটা খুব সহজ পন্থা, আপনি যদি দেখতে চান ইন্টারনেটে আপনার সম্পর্কে সবাই কী বলছে। সোজা এই ঠিকানায় যান http://www.google.com/alerts এবং আপনার নাম লিখুন। তারপর আপনার নামের বিভিন্ন ধরন লিখে, তার আগে ও পরে ‘কোটেশন মার্ক’ জুড়ে দিন। আর দেখে নিন প্রয়োজনীয় তথ্য।
৩। ব্যবহারের পর লক্ষ্য রাখা:
আপনি যদি অন্য কারো কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহার করেন, তবে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য রাখা প্রয়োজন। আপনার পর যিনি সেটা ব্যবহার করবেন, তিনি যাতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে সেটা খেয়াল রাখুন। আপনি যদি এটা করতে ভুলে যান, তাহলে ফলাফল ভয়াবহ হতে পারে। তাই আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার পর কাজ শেষে অবশ্যই লগ আউট করতে ভুলবেন না।
‘গত কয়েক দিনে অনেক ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। আপনি যদি আপনার ফেইসবুক আইডি বন্ধ হওয়া থেকে রক্ষা করতে চান তাহলে এই ম্যাসেজটি ২৫জন ফেইসবুক ব্যবহারকারীকে ইনবক্স করতে হবে।’- স্বয়ং মার্ক জাকারবার্গের নামে রোববার সকাল হতে এমন ম্যাসেজ পেতে শুরু করেছেন ফেইসবুক ব্যবহারকারীরা।
অনেকেই ম্যাসেজটি পেয়ে আইডি বন্ধ হওয়ার আশংকায় আবার ২৫জনকে ইনবক্স করে দিচ্ছেন। আসলে এটি ভুয়া। ফেইসবুকের ভুয়া আইডি ও পেইজ বন্ধের অভিযানের সুযোগ নিয়ে এটি ছড়ানো হচ্ছে। ফেইসবুক কর্তৃপক্ষ এমন কোনো বার্তা পাঠায়নি বা পরামর্শ দেয়নি। ১৬৫ শব্দের ম্যাসেজে বলা রয়েছে, ‘বার্তাটি পাঠালে ফেইসবুক বুঝবে আপনি স্বক্রিয় বা এক্টিভ রয়েছে। বার্তাটি না পাঠালে রবিবার রাত ৮.১২ মিনিটে ফেইসবুক আইডিটি বন্ধ হয়ে যাবে।’ জনসংযোগ কর্মকর্তা ফারহাতুল জান্নাত জানান, রোববার দুপুরে তিনি এমন ম্যাসেজ পেয়েছেন। তবে তিনি বুঝতে পেরেছিলেন যে এটি ভুয়া।শারমিন মুন্নীও একই সময়ে এমন ম্যাসেজ পেয়েছেন। তিনি বিষয়টি বিশ্বাস করে আরও ২৫জনকে ইনবক্স করে দিয়েছেন। তবে বার্তাটিতে কোনো ক্ষতিকর বা ভাইরাসের লিংক ছিল না। প্রযুক্তি বিশ্লেষকরা এমন বার্তা ফেইসবুক বন্ধুদের পাঠিয়ে বিরক্ত না করার পরামর্শ দিয়েছেন। ফেইসবুকের এমন ভুয়া বার্তা বা ভাইরাস ছড়িয়ে যাওয়ার বিষয়টি নতুন নয়।
গত বছর অক্টোবরে ফেইসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ভিডিও ভাইরাস ছড়িয়ে পড়ে। কয়েক বছর আগে ফেইসবুকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজের রহস্যময় নিখোঁজ ঘটনার ভুয়া ভিডিওতে তথ্য প্রচারের আড়ালে ভাইরাস ছড়িয়ে দিয়েছিল হ্যাকাররা। খুব সম্প্রতি ভুয়া অ্যাকাউন্ট বন্ধে নানা পদক্ষেপ গ্রহণ করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। ইতোমধ্যেই অনেক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভুয়া অ্যাকাউন্টগুলো চিহ্নিত করে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের নির্বাচিত বাজারে আনুষ্ঠানিকভাবে স্ট্রিমিং টিভি সেবা চালু করেছে সার্চ জায়ান্ট গুগল মালিকানাধীন ইউটিউব। এর আগে ফেব্রুয়ারি মাসে তারা এই সেবা চালুর ঘোষণা দেয়।
বর্তমানে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, বে এরিয়া, শিকাগো এবং ফিলাডেলফিয়ায় ৩৫ ডলার সাবস্ক্রিপশন ফিতে এই সেবা উন্মুক্ত করা হয়েছে। তবে গ্রাহকরা ৩০ দিনের একটি ট্রায়াল অফারে বিনামূল্যে সাইন আপ করতে পারবেন।
এ ব্যাপারে ইউটিউব জানিয়েছে, গতানুগতিক ক্যাবল প্যাকেজের তুলনায় তাদের সাবস্ক্রিপশন ফি কম এবং গ্রাহক যেকোনো সময় এই সেবা বাতিল করতে পারবেন। আর এই সেবায় ইউটিউবের কনটেন্ট অংশীদার এবিসি, সিবিএস, ফক্স, এনবিসি, ইএসপিএন।
এছাড়া, প্রাথমিকভাবে নির্বাচিত কিছু জায়গায় এই সেবা আনা হলেও ধীরে ধীরে সব জায়গায় উন্মুক্ত করা হবে বলে ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে।
২০১৬ সালে যুক্তরাজ্যকে প্রায় ৩ কোটি ৬৪ লাখ পাউন্ড করপোরেট কর দিয়েছে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।
২০১৬ সালে যুক্তরাজ্যকে প্রায় ৩ কোটি ৬৪ লাখ পাউন্ড করপোরেট কর দিয়েছে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। গুগলের সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুনে শেষ হওয়া ২০১৬ অর্থবছরের ১২ মাসে ব্রিটেনে গুগলের মোট আয় ১০৩ কোটি পাউন্ড। আর কর পরিশোধপূর্ব মুনাফা ১৪ কোটি ৯০ লাখ পাউন্ড।
যুক্তরাজ্যে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো গুগলও করপোরেট কর নিয়ে বেশ চাপে আছে। এমনকি দেশটির বিরোধী লেবার পার্টির অভিযোগ, গুগল যথার্থ পরিমাণ কর পরিশোধ করছে না।
এছাড়া গুগলের ওই আর্থিক প্রতিবেদনে আরো বলা হয় যে, গত বছর তারা ৬০০ নতুন কর্মী নিয়োগ দেয়। এর ফলে দেশটিতে তাদের কর্মী সংখ্যা ৩ হাজারে দাঁড়িয়েছে।
বাংলা ভাষা ব্যবহারকারী মানুষদের জন্য তাদের পছন্দের বিষয় ইন্টারনেটে সন্ধান করা বা সার্চ করা এখন হয়ে উঠেছে আরও সহজসাধ্য। যখন কোন ব্যক্তি অনলাইনে কোন নির্দিষ্ট বিষয়ে অনুসন্ধান বা সার্চ করেন তখন তিনি একটা উত্তর চান, অসংখ্য-অগণিত ওয়েবপেজ নয়। বাংলা ভাষাভাষী ব্যবহারকারীদের নতুন তথ্য সহজে খুঁজে বের করার জন্য গুগল নোলেজ গ্রাফ আসছে বাংলা ভাষায়। তাই কেউ যখন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রসঙ্গে অনুসন্ধান বা সার্চ করবেন, তখন তার আগ্রহের সঙ্গে সঙ্গতি রেখে এ প্রসঙ্গে মূল বিষয়গুলোই কেবল আসবে, বাড়তি অপ্রাসঙ্গিক কোন তথ্য আসবে না। অনুসন্ধানের সাথে প্রাসঙ্গিক বিষয় যেমন তার জন্মদিন, তার খেলার সময়ের সংখ্যাগুলো এবং সামাজিক মাধ্যমে তার প্রোফাইলের লিংক, এগুলো আসবে।
নোলেজ গ্রাফ আপনাকে সেইসব বিষয়, মানুষ এবং স্থান অনুসন্ধান বা সার্চ করতে সহায়তা করে, যা গুগল চিনে এবং জানে। যেমন: বিশিষ্ট জায়গা, বিখ্যাত ব্যাক্তি, শহর, ক্রীড়া দল, ভবনসমূহ, ভৌগলিক বৈশিষ্ট্য, চলচিত্র, মহাজাগতিক বস্তু, শিল্পকর্ম এবং আরও অনেক কিছু। এটি ফ্রিবেজ, উইকিপিডিয়া এবং সিআইএ ফ্যাক্টবুকের মত পাবলিক সোর্সের মূলে নয়, কারণ গুগল সবসময় ব্যাপক প্রসার ও গভীরতাকে কেন্দ্র করে কাজ করে থাকে। বর্তমানে নোলেজ গ্রাফ ৪১টি ভাষায় কাজ করছে। এর মাধ্যমে বাস্তব বিশ্বের ১ বিলিয়নের বেশি বিষয় কিভাবে একে অপরের সাথে সংযুক্ত সেটা সন্ধান করে ৭০ বিলিয়নের বেশি তথ্য জমা করছে। এই বিশাল তথ্য সংরক্ষিত করা হয়েছে মানুষ কি অনুসন্ধান বা সার্চ করছে এবং ওয়েবে আমরা কি পাই তার উপর ভিত্তি করে। সময়ের সাথে সাথে ফলাফলের ক্রমউন্নতি হচ্ছে।
বাংলায় বানান করাও সহজ করছে
অনুসন্ধান বা সার্চ করার অন্যতম বিষয় হচ্ছে আবিষ্কার করা, নতুন কোন বিষয়ে শেখা, আনন্দ পাওয়া এবং অনুপ্রাণিত হওয়া। কিন্তু তাড়াহুড়োর কারণে প্রায়ই অনুসন্ধান বা সার্চের বিষয়ের বানানে ভুল হতে পারে। বানান ভুল করা সত্ত্বেও যেন আপনি আপনার উত্তর খুঁজে পান, এজন্য গুগল বাংলা অনুসন্ধানের বিষয়েও রেখেছে বানান শুদ্ধকরণ। তাই তথ্য খোঁজার সময় বানানে ভুল হলেও আমরা আপনাকে সহযোগিতা করতে পারব এবং প্রাসঙ্গিক বিষয় সামনে তুলে ধরতে পারব।
ধীরে ধীরে বিশ্বজুড়ে বাঙালীদের মধ্যে গুগল নোলেজ গ্রাফ ছড়িয়ে দিচ্ছে। গুগল কর্তৃপক্ষ আশা করে, বানান শুদ্ধকরণের সাথে এই আপডেট, বিশ্বের লক্ষ লক্ষ বাংলা ভাষা ব্যবহারকারীদের অনলাইন অনুসন্ধান বা সার্চের অভিজ্ঞতাকে আরও সুন্দর ও অসাধারণ করে তুলবে।
আজ যাত্রা শুরু করলো যুক্তরাজ্য ভিত্তিক ই-কমার্স রিয়েল এস্টেট সাইট বিপ্রপার্টি.কম। ঢাকার একটি হোটেলে এক প্রেস কনফারেন্সে বিপ্রপার্টি.কমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন বিপ্রপার্টি.কমের হেড অব এইচআর তাজরিন জিনিয়া, হেড অব অপারেশন্স রেজবিন আহসান এবং মার্কেটিং ম্যানেজার মনজুর মোরশেদ।
এখন যে কেউই বিপ্রপার্টি.কমে (www.bproperty.com) গিয়ে বা বিপ্রপার্টি.কমের কল সেন্টার নাম্বারে (০১৯৮১১১১৪৪৪) ফোন করে অথবা বিপ্রপার্টি.কম এর কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে বাসা এবং কমার্শিয়াল স্পেস ভাড়া নিতে পারবেন এবং কিনতে পারবেন।
তাজরিন জিনিয়া বলেন, গত কবছর ধরেই আমরা বাংলাদেশে ই-কমার্স ভিত্তিক কোম্পানি সমূহের পদচারণা লক্ষ্য করছি। বাংলাদেশে ই-কমার্সের মাধ্যমে আমরা এখন অনলাইনে খাবার অর্ডার করতে পারি, বাসের টিকেট কিনতে পারি, অনলাইনে জিনিসপত্র কিনতে পারি। ই-কমার্সের ক্ষেত্রে আমরা অনেক সেক্টরে এগিয়ে গেলেও রিয়েল এস্টেট সেক্টরে আমরা পিছিয়ে ছিলাম। একটি বিশ্বস্ত, বিশেষায়িত এবং পরিপূর্ণ প্রপার্টি পোর্টাল আমাদের দেশে ছিলো না। বিপ্রপার্টি.কম এই শুন্যস্থানটি পূরণ করতে চায়।
হেড অব অপারেশন্স রেজবিন আহসান বলেন, যেকোনো অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল স্পেস বিপ্রপার্টি.কমে দেয়ার আগে বিপ্রপার্টি.কম কর্তৃপক্ষ বাড়ির/ফ্ল্যাটের মালিকের সঙ্গে চুক্তি করেন এবং চুক্তিকৃত বাড়ি/ফ্ল্যাট সরেজমিনে পরিদর্শন করে ঐ বাড়ি/ফ্ল্যাটটিকে ভেরিফাই করেন। তারপর আমরা সেটাকে আমাদের ওয়েবসাইটে আপলোড করি। তখন এটিকে আমরা ‘ইউনিক লিস্টিং’ বলি। বর্তমানে আমরা ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে কাজ করছি এবং আমাদের প্লাটফর্মে ৪০,০০০ এরও বেশি ‘ইউনিক লিস্টিং’ রয়েছে। ২০১৬তে আমরা বাংলাদেশে প্রাথমিক কাজ শুরু করি এবং এ পর্যন্ত ১ লাখেরও বেশি বাসা এবং কমার্শিয়াল স্পেসের সাথে আমরা কাজ করেছি।
মার্কেটিং ম্যানেজার মনজুর মোরশেদ জানান, আমরা আমাদের গ্রাহকদের কেবলমাত্র বাসা/কমার্শিয়াল স্পেস খুঁজে দিচ্ছি, তা নয়। এর পাশাপাশি আমরা তাদেরকে সবধরনের দরকারি তথ্য ও আইনি সহায়তা দিয়ে থাকি যাতে করে তারা সঠিক সিদ্ধান্তটি নিতে পারেন।
অবশেষে বাংলাদেশে পেপ্যাল সেবা চালু হচ্ছে। সেবাটি চালুর অনুমোদন পেয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সোনালী ব্যাংককে পরামর্শ দিয়েছে।
এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের রেমিটেন্স ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ নওয়াব হোসেন জানান, পেপ্যাল সেবা চালুর জন্য আমরা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি পেয়েছি। এখন পেপ্যালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী এপ্রিল মাসের শেষের দিকে সাধারণ মানুষ এই সেবা পাবেন বলে আশা করছি।
তিনি আরও জানান, এখন সোনালী ব্যাংকের আইটি বিভাগের কর্মকর্তারা সফটওয়্যারের উন্নয়ন এবং পেপ্যালের সঙ্গে সমন্বয়ের জন্য কাজ করবে। তিনি উল্লেখ করেন, খুব সম্ভবত আমেরিকাতে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি হবে।
উল্লেখ্য, পেপ্যালের সাহায্যে অনলাইনে বিশ্বব্যাপী ফান্ড ও রেমিটেন্স ট্রান্সফার করতে পারবেন এর সেবাগ্রহীতারা। পেপ্যাল সেবাটি বাংলাদেশে কার্যকর জন্য দীর্ঘদিন থেকেই দাবি জানিয়ে আসছিল আইটি সেক্টর ও ই-কর্মাস ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্টরা। তবে নীতিগত অনুমোদন, নিরাপত্তা ভাবনাসহ নানা কারণে সেবাটি কার্যকরে সময়ক্ষেপণ করে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যবসায়িক কার্যক্রমেও কোনও ধরনের দুর্ভোগ পোহাতে হবে না।
ওয়েবসাইট হ্যাক করেই এখন খবরের শিরোনামে আনন্দ প্রকাশ। পেশাটা শুরু হয়েছিল শখে। সফ্টওয়্যার নিয়ে খেলতে ভালবাসতেন। একদিন সেটাই যে তাঁকে খবরের শিরোনামে নিয়ে আসবে হয়তো ভাবতে পারেননি তিনিও। বন্ধুদের সঙ্গে বাজি ধরে শুরু করেছিলেন অ্যাকাউন্ট হ্যাক করা। আর আজ ফেসবুক থেকে উবের সকলেই অ্যাওয়ার্ড পাঠায় তাঁকে।
hacker
২০১০ সাল। তখনও ফেসবুকের রমরমা শুরু হয়নি। বন্ধুদের সঙ্গে বাজি ধরে এক বন্ধুর অরকুট অ্যাকাউন্ট হ্যাক করেছিলেন ভারতের রাজস্থানের কোটার যুবক আনন্দ প্রকাশ। সেই থেকে শুরু। হ্যাকিংটা নেশার মতো হয়ে যায়। গুগল সার্চ করে হ্যাকিং সম্বন্ধে পড়াশোনা শুরু করেন আনন্দ। ভেলর ইন্সটিটিউট অব টেকনোলজিতে পড়ার সময় সেখানকার সুরক্ষিত ওয়াই ফাই কানেকশন হ্যাক করেন আনন্দ।
২০১৩ সালে প্রথম খবরে আসেন আনন্দ। ফেসবুকের একটি বাগ খুঁজে বের করেন। ফেসবুক কর্তৃপক্ষকে সে বিষয়ে জানান তিনি। এরপরেই ফেসবুকের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় আনন্দকে। ৫০০ ডলার পান তিনি। ধীরে ধীরে নেশাটাই পেশা হয়ে যায়।
ফেসবুক, টুইটার, গুগল, নোকিয়া, ড্রপবক্স, উবের, পে পল, সাউন্ড ক্লাউড-সহ বিভিন্ন ওয়েবসাইটের বাগ খুঁজে বের করেন আনন্দ। ফেসবুকের প্রথম তিন সিক্যুরিটি রিসার্চের তালিকায় এখন রয়েছে আনন্দ প্রকাশের নাম। শুধু তাই নয়, ফেসবুকের অ্যানুয়াল হোয়াইট হ্যাট লিস্টেও রয়েছেন তিনি।
নামকরা বিভিন্ন ওয়েবসাইটের বাগ খুঁজে এখন বছর প্রায় ২.২ কোটি টাকা আয় করেন আনন্দ প্রকাশ। সম্প্রতি ফেসবুকের পাসওয়ার্ড সিস্টেমে একটি বাগ খুঁজে ১৫ হাজার ডলার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। ওয়েবসাইটের গলদ খুঁজেই দিব্যি আসর জমিয়ে বসেছেন আনন্দ প্রকাশ।
আমাদের কম্পিউটারে প্রতিদিন কিছু না কিছু ডেটা জমা হচ্ছে যার ফলে স্পেসও কমে আসছে হার্ড ড্রাইভে। ফলে কত কম জায়গায় কত বেশি ডেটা রাখা যায়, তা নিয়ে বিজ্ঞানীদের চিন্তার শেষ নেই। প্রতিদিন চলছে নিত্য নতুন গবেষণা। বেরোচ্ছে নিত্য-নতুন আবিষ্কার। অথচ আমাদের জিনের মধ্যেই কত না তথ্য জমিয়ে রাখা আছে! যুগ যুগ ধরে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যা আমরা বয়ে নিয়ে চলেছি। ডিএনএ-তে ভরা ওই সব তথ্যই ঠিক করে দিচ্ছে কেমন হবে কার চেহারা ও বৈশিষ্ট্য।
এই ডিএনএ-র মধ্যেই এ বার ডিজিটাল তথ্য রাখার ব্যবস্থা করে ফেলেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দুই বিজ্ঞানী ইয়ানিভ এরলিখ ও ডিনা জিএলিস্কি এবং নিউ ইয়র্ক জিনোম সেন্টারের বিজ্ঞানীরা। মাত্র এক গ্রাম ডিএনএ-র মধ্যেই তাঁরা ভরে দিয়েছেন একটি কম্পিউটারের অপারেটিং সিস্টেম ও একটি ভাইরাস প্রোগ্রাম, 8 এমএম-এর একটি ফিল্ম, একটি সংস্থার ডিজিটাল গিফট কার্ড, আরও বেশ কিছু ডেটা। অণু-পরমাণু-সৌরজগতের কাঠামো আর এক নারী ও পুরুষের ছবি ও তথ্য ভরা যে ‘পাওনিয়ার প্লেক’ অতীতে গভীর মহাকাশে পাঠানো হয়েছে অজানা কোনো বুদ্ধিমান জীবের উদ্দেশ্যে— তেমন একটির ডেটাও ভরা হয়েছে। মোট ২১৫ পেটাবাইট। অর্থাৎ ১ গ্রাম ডিএনএ-তে ২১.৫ কোটি জিবি ডেটা!
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলেন, তথ্য ভরা ডিএনএ তাঁরা এনজাইমের মাধ্যমে বারবার ‘কপি’ করেছেন। নিখুঁত ডেটা ফেরত পেয়েছেন বার বার কপি করার পরেও। তবে জিনের জোগান পর্যাপ্ত হলেও এই প্রক্রিয়াটির খরচ যথেষ্ট। ডেটা রাখতে ৭ হাজার ডলার ও তা ফেরত পেতে আরও ২ হাজার ডলার খরচ করতে হয়েছে ইয়ানিভদের। তবে গবেষকরা বলছেন, তথ্য রাখার পক্ষে ডিএনএ হচ্ছে প্রকৃতির তৈরি আদর্শ পাত্র। যাতে সব চেয়ে কম জায়গায় সব চেয়ে বেশি তথ্য থাকে। কয়েক হাজার বছর সংরক্ষণ করা যায়।
ই-মেল পরিষবার ক্ষেত্রে গুগলের Gmail-এর গ্রাহক সংখ্যা রেকর্ড সৃষ্টি করেছে। কিন্তু অনেকেই এই পরিষেবা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানেন না। তাঁদের জন্য বিস্তারিত জানানো হল Gmail-এর কিছু ফিচার।
শেষ পর্যায়ে হঠাত্ ইমেল এডিট করতে হলে undo send
ইমেল লেখার পর send বোতামে ক্লিক করার পরে কোনও ভুল চোখে পড়লে কিংবা এডিটিংয়ের কিছু গোলমাল নজরে এলে ইমেল সেন্ড করার পরেও তা কয়েক সেকেন্ডের মধ্যে চাইলে undo করতে পারেন। এমন পরিস্থিতিতে Gmail-এর জেনারেল সেটিংসে গিয়ে undo send অপশনটি চালু করতে পারেন।
সময় বাঁচাতে চালু করুন canned responses
একই মেল একাধিক ব্যক্তিকে পাঠাতে হলে বার বার ই-মেল লেখার প্রয়োজন নেই। অনেক সময় দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে আমরা একই ধরনের ইমেল বারবার লিখছি। সময় বাঁচাতে হলে মেলটি save করে canned responses হিসেবে জমিয়ে রাখা যায়। এরপর স্বল্প এডিট করে তা একাধিক বার ব্যবহার করা যায়। canned responses ফিচারটি পাওয়া যাবে gmail>settings>labs>canned responses গন্তব্যে।
অফলাইনেও Gmail ব্যবহার করা যায়
অনলাইনের নানান উপদ্রব থেকে বাঁচতে হলে অফলাইন মোডে কাজ করা দরকার হয়। এই অবস্থায় ই-মেল পাঠাতে হলে Gmail-এর অফলাইন অ্যাপটি ব্যবহার করুন। এই অ্যাপ-এর সাহায্যে অফলাইন থেকেও Gmail-এর বেশ কিছু ফিচার ব্যবহার করা যায়। এমনকি পুরনো ই-মেলও দেখা যায়। পাশাপাশি, নতুন ই-মেল বা কোনও মেলের জবাব লিখে পরে অনলাইনে গেলে তা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়।
ইনবক্স নোটিফিকেশন বন্ধ রাখতে হলে:
Gmail-এ নতুন কোনও ই-মেল এলে তার সংখ্যা menu bar-এর inbox লেখা শব্দের পাশে দেখা যায়। এতে অনেকের মনঃসংযোগে ব্যাঘাত ঘটে। এই ব্যবস্থা এড়াতে চাইলে email pause অপশনটি ব্যবহার করতে পারেন।
অপছন্দের ই-মেল বন্ধ করতে হলে:
প্রায়ই দেখা য়ায়, অপ্রয়োজনীয় ই-মেলে ইনবক্স গিজগিজ করছে। এমন পরিস্থিতি থেকে বাঁচতে হলে ভিজিট করুন unroll.me ওয়েবসাইটটি। এখানে sign up-এর পরে অনাকাঙ্খিত ই-মেল প্রাপ্তি থেকে সহজেই রক্ষা পাবেন।
2-factor authentication চালু করুন
শুধু ই-মেল নয়, বহু গুরুত্বপূর্ণ তথ্য, ছবি, ভিডিও এমনকি ব্যাংক সংক্রান্ত তথ্য অনেকে Gmail বা গুগলের অন্যান্য পরিষেবায় জমা রাখেন। এই কারণে ই-মেলের নিরাপত্তা ব্যবস্থা মজবুত রাখা প্রয়োজন। 2-factor authentication ফিচার চালু করলে শুধু পাসওয়ার্ডের সাহায্যে ই-মেল খোলা সম্ভব হয় না। পাসওয়ার্ড এবং মোবাইলে আসা কোড পর পর ব্যবহার করেই ইমেল চালু করতে হয়। ফলে হ্যাকারদের হামলা থেকে বাঁচা সম্ভব হয়।
আকাশে থাকবে বেলুন নেটওয়ার্ক আরহাতের নাগালে থাকবে দ্রুতগতির ইন্টারনেট। প্রত্যন্ত অঞ্চলে যেখানে ইন্টারনেট সুবিধার জন্য অবকাঠামো তৈরি অসম্ভব সেখানে বেলুন উড়িয়ে ইন্টারনেট সেবা দেওয়া যাবে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের এই পরিকল্পনা পরীক্ষামূলক পর্যায় অতিক্রম করে এখন বাস্তবের পথে।
প্রকল্পটির নাম ‘প্রজেক্ট লুন’। অ্যালফাবেট কর্তৃপক্ষ বলছে, নেভিগেশন সফটওয়্যারে সফলতা অর্জিত হওয়ায় বেলুনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা দেওয়ার প্রকল্পটি বাস্তব পর্যায়ে চলে এসেছে।
অ্যালফাবেটের এক্স ইউনিটের প্রধান অ্যাস্ট্রো টেলার বলেন, ‘বিশ্বের জন্য শিগগিরই আরও কিছু করার জন্য আমাদের টাইমলাইন শুরু হচ্ছে।’
টেলার বলেন, আমরা দ্রুতগতিতে এগিয়ে যেতে চাই কিন্তু তা অবশ্যই চিন্তা করে এগোতে চাই।
এ সফলতা অর্জন করা গেছে ইন্টারনেট যুক্ত বেলুনের নিয়ন্ত্রণে সফটওয়্যারগত উন্নয়নের ক্ষেত্রে। আমরা এ বেলুনকে উন্নত করতে চাই, বিশেষ করে বাতাসের সঙ্গে দাবা খেলার মতো করে। ফলে বেলুনকে নির্দিষ্ট জায়গায় রাখা সম্ভব হবে।
টেলার আশা করেন, সামনের দিনগুলোতে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করে সত্যিকারের ব্যবহারকারীদের কাছে ইন্টারনেট সেবা পৌঁছাতে কাজ করবে অ্যালফাবেট। বেলুন থেকে আসা ইন্টারনেট মাটিতে থাকা নেটওয়ার্কের সঙ্গে কীভাবে কাজ করে সেটি পরীক্ষা করে দেখা হবে শুরুতে।
অবশ্য কোথায় প্রাথমিকভাবে বেলুন থেকে আসা ইন্টারনেট দিয়ে গ্রাহকসেবা দেওয়া হবে সেটি উল্লেখ করেননি টেলার।
টেলার বলেন, আমরা হঠাৎ করে সব জায়গায় যাব না। আমরা একটি ইকোসিস্টেমের অংশ হতে চায়। যেসব স্থানে পরীক্ষা চালানো হচ্ছে সেখানকার স্থানীয় টেলিকম কোম্পানির সঙ্গে কাজ করা হবে।
এই প্রকল্পের মাধ্যমে টেলিকম অপারেটরদের সঙ্গে মিলে নেটওয়ার্ক বাড়িয়ে অর্থ আয় করবে অ্যালফাবেট।
গত এক বছর ধরে শ্রীলঙ্কায় বেলুন প্রকল্প নিয়ে কাজ করেছে গুগল। তবে আইনগত জটিলতার কারণে দেশটিতে এ প্রকল্প বন্ধ করে দিতে পারে প্রতিষ্ঠানটি।
২০১৩ সালে নিউজিল্যান্ডে প্রথম বেলুন প্রকল্প চালু করে গুগল।