GOALUNDO

Friday, May 12, 2017

চলে গেলেন মিশরের নোবেল জয়ী বিজ্ঞানী

আহমেদ জিওয়ালি

শীর্ষ নিউজ ডেস্ক: নোবেল পুরস্কার বিজয়ী মিশরের প্রখ্যাত রসায়নবিদ আহমেদ জিওয়ালি মারা গেছেন । ১৯৯৯ সালে সময়ের খুবই ক্ষুদ্র ব্যাপ্তির ( এক সেকেন্ডের মিলিয়ন কিংবা বিলিয়ন ভগ্নাংশ) মধ্যে রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণের পদ্ধতি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার তিনি মারা যান বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পাসাডানায় অবস্থিত ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি কর্তৃপক্ষ (ক্যালটেক)। বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানটিতে তিনি রসায়ন বিদ্যায় লাইনাস পলিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।

জিওয়ালি মিশরের ডামানহুরে জন্ম নিলেও বসবাস করতেন লস এঞ্জেলেসের সান মেরিনোতে।

ক্যালটেকে দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতার সময় ফেমটোকেমিস্ট্রির পথিকৃত হিসেবে গণ্য হয়ে থাকেন জিওয়ালি ও তার ছাত্ররা।

এই পদ্ধতিতে লেসার প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা ফেমটো সেকেন্ডে (সেকেন্ডের মিলিয়ন মিলিয়ন ভগ্নাংশ) রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ করতে সক্ষম হন।

শীর্ষ নিউজ/এসবি
Goalundo easyquciksell

0 comments:

Post a Comment

Featured Post

বাংলাদেশকে রোবট সুফিয়ার ভিডিও বার্তা

goalundo ict devision  হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া—হেন্সন রোবটিক্সের তৈরি পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। ’ তথ্য-প্র...