GOALUNDO

Friday, April 7, 2017

আনুষ্ঠানিকভাবে চালু হলো ইউটিউব টিভি


YOU-TUBE TV
যুক্তরাষ্ট্রের নির্বাচিত বাজারে আনুষ্ঠানিকভাবে স্ট্রিমিং টিভি সেবা চালু করেছে সার্চ জায়ান্ট গুগল মালিকানাধীন ইউটিউব। এর আগে ফেব্রুয়ারি মাসে তারা এই সেবা চালুর ঘোষণা দেয়।

বর্তমানে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, বে এরিয়া, শিকাগো এবং ফিলাডেলফিয়ায় ৩৫ ডলার সাবস্ক্রিপশন ফিতে এই সেবা উন্মুক্ত করা হয়েছে। তবে গ্রাহকরা ৩০ দিনের একটি ট্রায়াল অফারে বিনামূল্যে সাইন আপ করতে পারবেন।

এ ব্যাপারে ইউটিউব জানিয়েছে, গতানুগতিক ক্যাবল প্যাকেজের তুলনায় তাদের সাবস্ক্রিপশন ফি কম এবং গ্রাহক যেকোনো সময় এই সেবা বাতিল করতে পারবেন। আর এই সেবায় ইউটিউবের কনটেন্ট অংশীদার এবিসি, সিবিএস, ফক্স, এনবিসি, ইএসপিএন।

এছাড়া, প্রাথমিকভাবে নির্বাচিত কিছু জায়গায় এই সেবা আনা হলেও ধীরে ধীরে সব জায়গায় উন্মুক্ত করা হবে বলে ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে।

সূত্র: সিএনবিসি

0 comments:

Post a Comment

Featured Post

বাংলাদেশকে রোবট সুফিয়ার ভিডিও বার্তা

goalundo ict devision  হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া—হেন্সন রোবটিক্সের তৈরি পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। ’ তথ্য-প্র...