GOALUNDO

Friday, March 31, 2017

চালু হলো ই-কমার্স রিয়েল এস্টেট সাইট বিপ্রপার্টি.কম


 ই-কমার্স রিয়েল এস্টেট সাইট বিপ্রপার্টি.কম
আজ যাত্রা শুরু করলো যুক্তরাজ্য ভিত্তিক ই-কমার্স রিয়েল এস্টেট সাইট বিপ্রপার্টি.কম। ঢাকার একটি হোটেলে এক প্রেস কনফারেন্সে বিপ্রপার্টি.কমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন বিপ্রপার্টি.কমের হেড অব এইচআর তাজরিন জিনিয়া, হেড অব অপারেশন্স রেজবিন আহসান এবং মার্কেটিং ম্যানেজার মনজুর মোরশেদ।
এখন যে কেউই বিপ্রপার্টি.কমে (www.bproperty.com) গিয়ে বা বিপ্রপার্টি.কমের কল সেন্টার নাম্বারে (০১৯৮১১১১৪৪৪) ফোন করে অথবা বিপ্রপার্টি.কম এর কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে বাসা এবং কমার্শিয়াল স্পেস ভাড়া নিতে পারবেন এবং কিনতে পারবেন।    
তাজরিন জিনিয়া বলেন, গত কবছর ধরেই আমরা বাংলাদেশে ই-কমার্স ভিত্তিক কোম্পানি সমূহের পদচারণা লক্ষ্য করছি। বাংলাদেশে ই-কমার্সের মাধ্যমে আমরা এখন অনলাইনে খাবার অর্ডার করতে পারি, বাসের টিকেট কিনতে পারি, অনলাইনে জিনিসপত্র কিনতে পারি। ই-কমার্সের ক্ষেত্রে আমরা অনেক সেক্টরে এগিয়ে গেলেও রিয়েল এস্টেট সেক্টরে আমরা পিছিয়ে ছিলাম। একটি বিশ্বস্ত, বিশেষায়িত এবং পরিপূর্ণ প্রপার্টি পোর্টাল আমাদের দেশে ছিলো না। বিপ্রপার্টি.কম এই শুন্যস্থানটি পূরণ করতে চায়।
হেড অব অপারেশন্স রেজবিন আহসান বলেন, যেকোনো অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল স্পেস বিপ্রপার্টি.কমে দেয়ার আগে বিপ্রপার্টি.কম কর্তৃপক্ষ বাড়ির/ফ্ল্যাটের মালিকের সঙ্গে চুক্তি করেন এবং চুক্তিকৃত বাড়ি/ফ্ল্যাট সরেজমিনে পরিদর্শন করে ঐ বাড়ি/ফ্ল্যাটটিকে ভেরিফাই করেন। তারপর আমরা সেটাকে আমাদের ওয়েবসাইটে আপলোড করি। তখন এটিকে আমরা ‘ইউনিক লিস্টিং’ বলি। বর্তমানে আমরা ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে কাজ করছি এবং আমাদের প্লাটফর্মে ৪০,০০০ এরও বেশি ‘ইউনিক লিস্টিং’ রয়েছে। ২০১৬তে আমরা বাংলাদেশে প্রাথমিক কাজ শুরু করি এবং এ পর্যন্ত ১ লাখেরও বেশি বাসা এবং কমার্শিয়াল স্পেসের সাথে আমরা কাজ করেছি।
 
মার্কেটিং ম্যানেজার মনজুর মোরশেদ জানান, আমরা আমাদের গ্রাহকদের কেবলমাত্র বাসা/কমার্শিয়াল স্পেস খুঁজে দিচ্ছি, তা নয়। এর পাশাপাশি আমরা তাদেরকে সবধরনের দরকারি তথ্য ও আইনি সহায়তা দিয়ে থাকি যাতে করে তারা সঠিক সিদ্ধান্তটি নিতে পারেন।
source:24livenewspaper

1 comment:

  1. Staying the Capital Town, Dhaka is one of the busiest towns of Bangladesh. In line with stats, Dhaka’s complete inhabitants is in excess of 2 Crore in 2021. Much more than 70% of individuals have originate from outside of Dhaka to make their livings. All those main quantities of individuals prefer to lease households to reside in Dhaka.
    Does one belong to those people? On the lookout for Home Rent in Dhaka? This text can help you for making a greater final decision for leasing a home in Dhaka. Moreover, you will find out about ways to get Home Rent in Dhaka.
    Very first thing to start with, You must determine a specific area wherever you would like to stay in Dhaka. No one likes a noisy place. Prior to deciding to rent a flat in Dhaka, you ought to Check out the put just how much noisy is it?
    Then, you need to know about The supply of Gasoline and Drinking water in that place. Are you aware of that some spots in Dhaka don’t have proper Gas and Water availability? Prior to relocating on, you must inspect the Gasoline and Drinking water availability. Moreover, it can be crucial to obtain marketplaces close by. Usually, it could Provide you an disagreeable working experience faster or later on.

    ReplyDelete

Featured Post

বাংলাদেশকে রোবট সুফিয়ার ভিডিও বার্তা

goalundo ict devision  হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া—হেন্সন রোবটিক্সের তৈরি পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। ’ তথ্য-প্র...