![]() |
গুগলে ‘বাংলা নলেজ গ্রাফ’ |
পৃথিবীতে বাংলা ভাষা ভাষার কথা বলে ২০ কোটির বেশি মানুষ। এবার এদের জন্য মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল বুধবার বাজারে নিয়ে এল ‘বাংলা নলেজ গ্রাফ’। এ বার বাংলা হরফে শব্দ লিখলেই গুগল খুঁজে এনে দেবে সেই শব্দের সঙ্গে যুক্ত যাবতীয় তথ্য। অর্থাৎ উইকিপিডিয়া এখন বাংলা হরফেও সাড়া দেবে। সঙ্গে থাকবে বানান ঠিক করে দেওয়া বা ‘স্পেল চেক’-এর মতো পরিষেবা।
নেট দুনিয়ায় ৮৯৪৬ কোটি ডলার ব্যবসা করা সংস্থা গুগল প্রথমে ছিল বিশেষ্য-পদ। এখন তা অধিকাংশ সময়েই ক্রিয়া-পদ হিসেবে ব্যবহৃত। ইন্টারনেট ব্যবহারের ব্যাকরণ বদলে দেওয়া ‘গুগল’ এখন ‘খোঁজ’-এর সমার্থক শব্দ হয়ে উঠেছে।
গুগলের এই প্রভাব এত দিন বড় ও মাঝারি শহরেই আটকে ছিল। এ বার নিজেদের ব্যবসা বাড়াতে ভারতের অন্যান্য ছোট শহর ও গ্রামাঞ্চলের দিকেও নজর দিচ্ছে ল্যারি পেজ ও সার্গে ব্রিন-এর এই সংস্থা। আর সেই ব্যবসায়িক কৌশলের কারণেই বাংলা ভাষার উপরে জোর দিচ্ছে গুগল।
৪১টি ভাষায় পাওয়া যায় ‘নলেজ গ্রাফ’। বিশ্ব জুড়ে ১০০ কোটিরও বেশি বিষয় গুগলের তথ্যভাণ্ডারে রয়েছে। সঙ্গে রয়েছে সে সম্পর্কে ৭০০০ কোটি তথ্য। এ বার সেই তথ্য বাংলা হরফেও চলে আসবে হাতের নাগালে।
এই প্রযুক্তিকে স্বাগত জানিয়ে ভারতের ভাষাবিদ পবিত্র সরকারের দাবি, এর ফলে নতুন প্রজন্মের কাছে বাংলার কদর বাড়বে। তিনি বলেন, ‘চোখের সামনে যত বেশি বাংলা শব্দ দেখবে ছোটরা, তত এই ভাষার প্রতি আকৃষ্ট হবে তারা।’
গুগলের বাণিজ্যিক কৌশলে এর আগেও আঞ্চলিক ভাষা গুরুত্ব পেয়েছে। গত দশ বছর ধরে ভিডিও পরিষেবার বাজারে রাজত্ব করেছে ইউ টিউব। এ বার সেই বাজারে ভিড় জমতে শুরু করেছে। ভাগ বসাতে চাইছে নেটফ্লিক্স, অ্যামাজন, ফেসবুক। এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ইউ টিউব-এর বাজি আঞ্চলিক বাজার। আর, এ ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বাংলা ভাষা।
গুগলের দাবি শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় বাংলা ভাষায় বিনোদনের দর্শক। বাংলাদেশ-সহ বিদেশের বিভিন্ন কোণে এর চাহিদা ক্রমশ বাড়ছে।
source:.24livenewspaper
PLEASE VISIT MY NEW WEBSITE
BEST-NEWS
source:.24livenewspaper
PLEASE VISIT MY NEW WEBSITE
BEST-NEWS
0 comments:
Post a Comment