GOALUNDO

Thursday, March 23, 2017

হেডফোন বিস্ফোরণে নারী আহত....!!!

we just provide different kind of news
headphone blast

বিমানে বসে গান শোনার সময় হেডফোন বিস্ফোরণে আহত হয়েছেন এক নারী। বিস্ফোরণে তার গাল, ঘাড় হাতের কিছু অংশ দগ্ধ হয়েছে।
ঘটনাটি সম্প্রতি চীনের বেইজিং থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাওয়ার সময় ঘটেছে। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) অবশ্য ওই নারীর নাম প্রকাশ করেনি। 
অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা সংস্থাটির কাছে ওই নারী জানান, যখন বিস্ফোরণ ঘটে, তখন গান শুনছিলেন তিনি।
তিনি আরও জানান, ঘাড় বেয়ে মুখের সঙ্গে হেডফোন প্যাঁচানো ছিল তার। বিস্ফোরণের সময় মুখ চেপে ধরেন তিনি। যখন পুড়ে যাওয়ার অনুভূতি বাড়তেই থাকে, তখন ওই হেডফোন চেপে ধরে মেঝেতে আছড়ে ফেলেন। সময় এতে স্ফুলিঙ্গ অল্প আগুন ছিল। ফ্লাইট ক্রুরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন ওই হেডফোনের ওপর এক বালতি পানি ঢেলে দেন। ওই সময় ফোনের ব্যাটারি প্লাস্টিক কাভার গলে যায়।
এটিএসবির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ফ্লাইটের যাত্রীরা গলে যাওয়া প্লাস্টিক, পোড়া ইলেকট্রনিকস চুল পোড়ার গন্ধ পান।
পুড়ে যাওয়া ওই হেডফোনের ব্র্যান্ডের নাম প্রকাশ করা হয়নি। অবশ্য ধারণা করা হচ্ছে, ফোনের লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে দুর্ঘটনা ঘটতে পারে।
ঘটনার পর এটিএসবির পক্ষ থেকে এক ভ্রমণ নিরাপত্তায় ব্যাটারিসংক্রান্ত সতর্কতা নীতিমালা জারি করা হয়েছে।

সূত্র: বিবিসি।

0 comments:

Post a Comment

Featured Post

বাংলাদেশকে রোবট সুফিয়ার ভিডিও বার্তা

goalundo ict devision  হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া—হেন্সন রোবটিক্সের তৈরি পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। ’ তথ্য-প্র...