GOALUNDO

Its my coaching center photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Its a Girls Schools Campaign Photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Its a proper high school girls photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Our tim photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite

Our campaign photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Friday, March 31, 2017

গুগলে ‘বাংলা নলেজ গ্রাফ’

গুগলে ‘বাংলা নলেজ গ্রাফ’

পৃথিবীতে বাংলা ভাষা ভাষার কথা বলে ২০ কোটির বেশি মানুষ। এবার এদের জন্য  মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল বুধবার বাজারে নিয়ে এল ‘বাংলা নলেজ গ্রাফ’। এ বার বাংলা হরফে শব্দ লিখলেই গুগল খুঁজে এনে দেবে সেই শব্দের সঙ্গে যুক্ত যাবতীয় তথ্য। অর্থাৎ উইকিপিডিয়া এখন বাংলা হরফেও সাড়া দেবে। সঙ্গে থাকবে বানান ঠিক করে দেওয়া বা ‘স্পেল চেক’-এর মতো পরিষেবা।
নেট দুনিয়ায় ৮৯৪৬ কোটি ডলার ব্যবসা করা সংস্থা গুগল প্রথমে ছিল বিশেষ্য-পদ। এখন তা অধিকাংশ সময়েই ক্রিয়া-পদ হিসেবে ব্যবহৃত। ইন্টারনেট ব্যবহারের ব্যাকরণ বদলে দেওয়া ‘গুগল’ এখন ‘খোঁজ’-এর সমার্থক শব্দ হয়ে উঠেছে।
গুগলের এই প্রভাব এত দিন বড় ও মাঝারি শহরেই আটকে ছিল। এ বার নিজেদের ব্যবসা বাড়াতে ভারতের অন্যান্য ছোট শহর ও গ্রামাঞ্চলের দিকেও নজর দিচ্ছে ল্যারি পেজ ও সার্গে ব্রিন-এর এই সংস্থা। আর সেই ব্যবসায়িক কৌশলের কারণেই বাংলা ভাষার উপরে জোর দিচ্ছে গুগল।
৪১টি ভাষায় পাওয়া যায় ‘নলেজ গ্রাফ’। বিশ্ব জুড়ে ১০০ কোটিরও বেশি বিষয় গুগলের তথ্যভাণ্ডারে রয়েছে। সঙ্গে রয়েছে সে সম্পর্কে ৭০০০ কোটি তথ্য। এ বার সেই তথ্য বাংলা হরফেও চলে আসবে হাতের নাগালে।
এই প্রযুক্তিকে স্বাগত জানিয়ে ভারতের ভাষাবিদ পবিত্র সরকারের দাবি, এর ফলে নতুন প্রজন্মের কাছে বাংলার কদর বাড়বে। তিনি বলেন, ‘চোখের সামনে যত বেশি বাংলা শব্দ দেখবে ছোটরা, তত এই ভাষার প্রতি আকৃষ্ট হবে তারা।’
গুগলের বাণিজ্যিক কৌশলে এর আগেও আঞ্চলিক ভাষা গুরুত্ব পেয়েছে। গত দশ বছর ধরে ভিডিও পরিষেবার বাজারে রাজত্ব করেছে ইউ টিউব। এ বার সেই বাজারে ভিড় জমতে শুরু করেছে। ভাগ বসাতে চাইছে নেটফ্লিক্স, অ্যামাজন, ফেসবুক। এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ইউ টিউব-এর বাজি আঞ্চলিক বাজার। আর, এ ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বাংলা ভাষা।
গুগলের দাবি শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় বাংলা ভাষায় বিনোদনের দর্শক। বাংলাদেশ-সহ বিদেশের বিভিন্ন কোণে এর চাহিদা ক্রমশ বাড়ছে।
source:.24livenewspaper
PLEASE VISIT MY NEW WEBSITE

BEST-NEWS

চালু হলো ই-কমার্স রিয়েল এস্টেট সাইট বিপ্রপার্টি.কম


 ই-কমার্স রিয়েল এস্টেট সাইট বিপ্রপার্টি.কম
আজ যাত্রা শুরু করলো যুক্তরাজ্য ভিত্তিক ই-কমার্স রিয়েল এস্টেট সাইট বিপ্রপার্টি.কম। ঢাকার একটি হোটেলে এক প্রেস কনফারেন্সে বিপ্রপার্টি.কমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন বিপ্রপার্টি.কমের হেড অব এইচআর তাজরিন জিনিয়া, হেড অব অপারেশন্স রেজবিন আহসান এবং মার্কেটিং ম্যানেজার মনজুর মোরশেদ।
এখন যে কেউই বিপ্রপার্টি.কমে (www.bproperty.com) গিয়ে বা বিপ্রপার্টি.কমের কল সেন্টার নাম্বারে (০১৯৮১১১১৪৪৪) ফোন করে অথবা বিপ্রপার্টি.কম এর কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে বাসা এবং কমার্শিয়াল স্পেস ভাড়া নিতে পারবেন এবং কিনতে পারবেন।    
তাজরিন জিনিয়া বলেন, গত কবছর ধরেই আমরা বাংলাদেশে ই-কমার্স ভিত্তিক কোম্পানি সমূহের পদচারণা লক্ষ্য করছি। বাংলাদেশে ই-কমার্সের মাধ্যমে আমরা এখন অনলাইনে খাবার অর্ডার করতে পারি, বাসের টিকেট কিনতে পারি, অনলাইনে জিনিসপত্র কিনতে পারি। ই-কমার্সের ক্ষেত্রে আমরা অনেক সেক্টরে এগিয়ে গেলেও রিয়েল এস্টেট সেক্টরে আমরা পিছিয়ে ছিলাম। একটি বিশ্বস্ত, বিশেষায়িত এবং পরিপূর্ণ প্রপার্টি পোর্টাল আমাদের দেশে ছিলো না। বিপ্রপার্টি.কম এই শুন্যস্থানটি পূরণ করতে চায়।
হেড অব অপারেশন্স রেজবিন আহসান বলেন, যেকোনো অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল স্পেস বিপ্রপার্টি.কমে দেয়ার আগে বিপ্রপার্টি.কম কর্তৃপক্ষ বাড়ির/ফ্ল্যাটের মালিকের সঙ্গে চুক্তি করেন এবং চুক্তিকৃত বাড়ি/ফ্ল্যাট সরেজমিনে পরিদর্শন করে ঐ বাড়ি/ফ্ল্যাটটিকে ভেরিফাই করেন। তারপর আমরা সেটাকে আমাদের ওয়েবসাইটে আপলোড করি। তখন এটিকে আমরা ‘ইউনিক লিস্টিং’ বলি। বর্তমানে আমরা ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে কাজ করছি এবং আমাদের প্লাটফর্মে ৪০,০০০ এরও বেশি ‘ইউনিক লিস্টিং’ রয়েছে। ২০১৬তে আমরা বাংলাদেশে প্রাথমিক কাজ শুরু করি এবং এ পর্যন্ত ১ লাখেরও বেশি বাসা এবং কমার্শিয়াল স্পেসের সাথে আমরা কাজ করেছি।
 
মার্কেটিং ম্যানেজার মনজুর মোরশেদ জানান, আমরা আমাদের গ্রাহকদের কেবলমাত্র বাসা/কমার্শিয়াল স্পেস খুঁজে দিচ্ছি, তা নয়। এর পাশাপাশি আমরা তাদেরকে সবধরনের দরকারি তথ্য ও আইনি সহায়তা দিয়ে থাকি যাতে করে তারা সঠিক সিদ্ধান্তটি নিতে পারেন।
source:24livenewspaper

Thursday, March 30, 2017

পেপ্যাল চালুর অনুমোদন পেয়েছে সোনালী ব্যাংক

paypal card bd

অবশেষে বাংলাদেশে পেপ্যাল সেবা চালু হচ্ছে। সেবাটি চালুর অনুমোদন পেয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সোনালী ব্যাংককে পরামর্শ দিয়েছে।
এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের রেমিটেন্স ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ নওয়াব হোসেন জানান, পেপ্যাল সেবা চালুর জন্য আমরা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি পেয়েছি। এখন পেপ্যালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী এপ্রিল মাসের শেষের দিকে সাধারণ মানুষ এই সেবা পাবেন বলে আশা করছি।
তিনি আরও জানান, এখন সোনালী ব্যাংকের আইটি বিভাগের কর্মকর্তারা সফটওয়্যারের উন্নয়ন এবং পেপ্যালের সঙ্গে সমন্বয়ের জন্য কাজ করবে। তিনি উল্লেখ করেন, খুব সম্ভবত আমেরিকাতে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি হবে।
উল্লেখ্য, পেপ্যালের সাহায্যে অনলাইনে বিশ্বব্যাপী ফান্ড ও রেমিটেন্স ট্রান্সফার করতে পারবেন এর সেবাগ্রহীতারা। পেপ্যাল সেবাটি বাংলাদেশে কার্যকর জন্য দীর্ঘদিন থেকেই দাবি জানিয়ে আসছিল আইটি সেক্টর ও ই-কর্মাস ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্টরা। তবে নীতিগত অনুমোদন, নিরাপত্তা ভাবনাসহ নানা কারণে সেবাটি কার্যকরে সময়ক্ষেপণ করে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যবসায়িক কার্যক্রমেও কোনও ধরনের দুর্ভোগ পোহাতে হবে না।

Tuesday, March 28, 2017

যেসব কাজে লাগাতে পারেন আপনার পুরানো স্মার্টফোন

damage phone

নতুন নতুন প্রযুক্তির দারুন দারুন সব স্মার্টফোন বাজারে আসছে। আমরা নতুন ফোন কেনার পর পুরানো ফোনগুলি (old-smartphone) বেশিরভাগ ক্ষেত্রেই বিক্রি করে দিই, আর কিছু মানুষ আছেন যারা ফোনগুলি ড্রয়ারে ফেলে রাখেন। ধরুন আপনার একটি স্মার্টফোন রয়েছে যার র‍্যাম ৫১২ এমবি-র এবং প্রসেসর ডুয়েল কোর, কিনেছিলেন মাস ছয়েক আগে। সেটা বিক্রি করতে গেলে আপনি অর্ধেক দামও পাবেন না।
তবে কি করা উচিৎ? আপনি কিন্তু নানাভাবে আপনার সেই ফেলে রাখা পুরানো স্মার্টফোনটি ব্যবহার করতে পারেন। কীভাবে?  আসুন দেখে নেওয়া যাক কয়েকটি চমৎকার পদ্ধতি।
মিডিয়া প্লেয়ার হিসেবে: আপনার যদি একটি অব্যবহৃত স্মার্টফোন থাকে তবে আপনি ডিভাইসটিকে মিডিয়া প্লেয়ার হিসাবে ব্যবহার করতে পারেন। যেহেতু মিডিয়া প্লেয়ারের জন্য একটি ডিভাইসকে অনেক বেশি হাই-কনফিগারড হতে হয়না তাই বেশ পুরনো স্মার্টফোনকেও কিন্তু এক্ষেত্রে চমৎকার মিডিয়া প্লেয়ার হিসেবে কাজ করতে পারে।
এক্সটার্নাল মেমরি ড্রাইভ হিসেবে: মিডিয়া প্লেয়ারের পাশাপাশি কিন্তু আপনি সহজেই একটি পুরানো স্মার্টফোনকে একটি চমৎকার এক্সটার্নাল মেমরি ড্রাইভ হিসেবে ব্যবহার করতে পারেন। আমরা নানা রকম ডেটা বহনের জন্য সিডি, ডিভিডি, পেন ড্রাইভ বা হার্ডডিস্ক ড্রাইভ ব্যবহার করে থাকি। কিন্তু একবার চিন্তা করে দেখুন, আপনি এই কাজে স্মার্টলি কাজে লাগাতে পারেন একটি স্মার্টফোনকে। কেননা, একটি ৮ বা ১৬ জিবির পুরনো স্মার্টফোনে আপনি যেকোন ধরনের ফাইল সংরক্ষণ করতে পারবেন।
পোর্টেবল জিপিএস ম্যাপ হিসেবে: পুরানো স্মার্টফোনকে পোর্টেবল জিপিএস হিসেবে ব্যবহার করুন। আপনি আপনার গাড়ি, সাইকেল এবং এমনকি হাঁটার সময়েও ব্যবহার করতে পারবেন। এজন্য আপনার দরকার হবে Here এর মত একটি অ্যাপ্লিকেশন। যেগুলি ইন্টারনেট কানেকশন ছাড়াই কাজ করতে সক্ষম।
ইউনিভার্সাল রিমোট হিসেবে: আপনার যদি এমন একটি পুরানো বা অব্যবহৃত স্মার্টফোন থাকে যার মধ্যে ইনফ্রারেড সেন্সর রয়েছে তবে আপনি খুব সহজেই সেই স্মার্টফোনটিকে আপনার টিভি বা ডিভিডির জন্য রিমোট কন্ট্রোলে পরিবর্তিত করতে পারবেন।
ভিডিও গেম কনসোল হিসেবে: পুরানো স্মার্টফোনগুলোর হার্ডওয়্যার খুব বেশি শক্তিশালী না হওয়ায় হয়তো এখনকার হাই কনফিগারেশন গেলগুলি না খেলতে পারলেও কিন্তু আপনি ক্যান্ডি ক্রাশ, অ্যাঙ্গরি বার্ড গেমগুলো খেলতে পারবেন।
স্মার্ট ঘড়ি হিসেবে: একটি স্মার্টফোনকে স্মার্ট ঘড়িতে রূপান্তরিত করলে এটি চমৎকার কাজ করতে সক্ষম হবে। আপনি আপনার পুরানো স্মার্টফোনটিকে শুধু একটি ডিজিটাল ঘড়িই নয়, বরং একটি অ্যালার্ম ক্লক এবং ক্যালেন্ডার হিসেবেও ব্যবহার করতে পারেন।
source:24livenewspaper

Sunday, March 26, 2017

যে কারণে ইউটিউব থেকে তুলে নেওয়া হচ্ছে কোম্পানির বিজ্ঞাপন...!!!

Youtube ads

বহু বড় বড় কোম্পানি নিজেদের বিজ্ঞাপন ফিরিয়ে নিচ্ছে ইউটিউব থেকে৷ এবং এই বিজ্ঞাপন ফিরিয়ে নেওয়ার বিষয়টি বেড়েই চলেছে৷  জানা গেছে, বেশ কিছু আপত্তিজনক ভিডিওতে মার্কেটিংয়ের বিজ্ঞাপন দেখানো হচ্ছে, যা বন্ধ করার ক্ষেত্রে গুগল অপারগ বলে জানিয়েছে৷ এরপরই পেপসিকো, ওয়ালমার্ট স্টোর্স এবং স্টারবাকস এই বিষয়ে নড়ে চড়ে বসে৷  এর আগে আরও বেশ কিছু কোম্পানি ইউটিউব থেকে নিজেদের বিজ্ঞাপন ফিরিয়ে নিয়েছে৷ এইসব ব্র্যান্ডের ইমেজ খারাপ হওয়ার জন্য গুগল ক্ষমাও চেয়ে নেয় এবং আপত্তিকর ভিডিওর সঙ্গে এমন বিজ্ঞাপন না দেখানোর কথাও বলেছিল৷ এরপরেও বিজ্ঞাপন ফিরিয়ে নেওয়ার বিষয়টি থামেনি বরং উত্তরোত্তর বেড়েই চলেছে৷ বিজ্ঞাপনদাতারা স্পষ্ট জানিয়েছে দিয়েছেন যে, যতক্ষণ না এসব নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুগলের ক্ষমতার ওপর তাদের ভরসা ফিরে আসছে ততক্ষণ তাঁরা বিজ্ঞাপন দেবেন না৷ ইউটিউবে বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে গুগল অটোমেটেড প্রোগ্রামের ওপর নির্ভরশীল৷ ইউটিউব তাদের ভিডিওর সমীক্ষা করার জন্য বেশি সংখ্যক কর্মী নিয়োগ এবং কম্পিউটরের সাহায্যে খারাপ ভিডিওগুলির খোঁজ পাওয়ার ক্ষেত্রে উপযুক্ত প্রোগ্রাম ব্যবহারের করার কথা ভাবনা-চিন্তা করছে৷  ওয়ালমার্টে একটি বক্তব্য থেকে জানা যায়, যেসব দ্রব্যের সঙ্গে আমাদের বিজ্ঞাপন দেখানো হচ্ছে তা আমাজের কোম্পানির ইমেজের একেবারেই একটি বিরোধী বিষয়৷ ওয়ালমার্ট, পেপসিকো এবং অন্যান্য বেশ কিছু কোম্পানির মতে, ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করা ছাড়া আরও বেশ কিছু ওয়েবসাইটে

source:bd-pratidin

গুগল ডুডলে স্বাধীনতা দিব.....!!!!

Google Dudley

গত বছরের মতো এবারও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল সার্চ (অনুসন্ধান) ইঞ্জিনে ডুডল প্রদর্শন করা হচ্ছে। এতে সবুজের মধ্যে সাদা হরফে গুগল লেখা এবং মাঝখানে লাল-সবুজরে পোশাক পরা এক শিশু বাংলাদেশের জাতীয় পতাকা হাতে দৌড়াচ্ছে।

ইংরেজি গুগল (Google) শব্দের তৃতীয় বর্ণ ‘o’কে লাল বৃত্ত করে দেখানো হয়েছে, যার মধ্যে সেই শিশুকে লাল-সবুজের পতাকা হাতে দেখা যাচ্ছে। শনিবার দিবাগত রাত ১২টার পরেই সার্চ ইঞ্জিনটি এটি চালু করেছে, যা ২৬ মার্চ দিনব্যাপী থাকবে।

এর আগে গত বছরের স্বাধীনতা দিবসেও গুগল ডুডল দেখানো হয়। মূলত ২০১৩ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রদর্শন করে গুগল। এ ছাড়া বাংলা নববর্ষ, খেলাধূলাসহ বিভিন্ন উপলক্ষে এমন উদ্যোগ নেয় গুগল কর্তৃপক্ষ।

ডুডল- অর্থাৎ বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলাকে বোঝায়। বিশেষ দিনে বা অন্য কোনো উপলক্ষে সার্চ ইঞ্জিনটির হোম পেজে বিশেষ প্রদর্শন করা হয়
source :bd-pratidin

Thursday, March 23, 2017

হেডফোন বিস্ফোরণে নারী আহত....!!!

we just provide different kind of news
headphone blast

বিমানে বসে গান শোনার সময় হেডফোন বিস্ফোরণে আহত হয়েছেন এক নারী। বিস্ফোরণে তার গাল, ঘাড় হাতের কিছু অংশ দগ্ধ হয়েছে।
ঘটনাটি সম্প্রতি চীনের বেইজিং থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাওয়ার সময় ঘটেছে। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) অবশ্য ওই নারীর নাম প্রকাশ করেনি। 
অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা সংস্থাটির কাছে ওই নারী জানান, যখন বিস্ফোরণ ঘটে, তখন গান শুনছিলেন তিনি।
তিনি আরও জানান, ঘাড় বেয়ে মুখের সঙ্গে হেডফোন প্যাঁচানো ছিল তার। বিস্ফোরণের সময় মুখ চেপে ধরেন তিনি। যখন পুড়ে যাওয়ার অনুভূতি বাড়তেই থাকে, তখন ওই হেডফোন চেপে ধরে মেঝেতে আছড়ে ফেলেন। সময় এতে স্ফুলিঙ্গ অল্প আগুন ছিল। ফ্লাইট ক্রুরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন ওই হেডফোনের ওপর এক বালতি পানি ঢেলে দেন। ওই সময় ফোনের ব্যাটারি প্লাস্টিক কাভার গলে যায়।
এটিএসবির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ফ্লাইটের যাত্রীরা গলে যাওয়া প্লাস্টিক, পোড়া ইলেকট্রনিকস চুল পোড়ার গন্ধ পান।
পুড়ে যাওয়া ওই হেডফোনের ব্র্যান্ডের নাম প্রকাশ করা হয়নি। অবশ্য ধারণা করা হচ্ছে, ফোনের লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে দুর্ঘটনা ঘটতে পারে।
ঘটনার পর এটিএসবির পক্ষ থেকে এক ভ্রমণ নিরাপত্তায় ব্যাটারিসংক্রান্ত সতর্কতা নীতিমালা জারি করা হয়েছে।

সূত্র: বিবিসি।

My slider



my campaign photo








Wednesday, March 22, 2017

গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে প্রপার হাই স্কুলে আউটসোর্সিং বিষয়ক কর্মশালা-(৪)

Goalundo ictdevisions

স্টাফ রিপোর্টার ॥

গোয়ালন্দ প্রপার হাই স্কুলে
 আউটসোর্সিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় স্কুল শ্রেনীকক্ষে গোয়ালন্দনিউজ.কমগোয়ালন্দ আইসিটি ডিভিশন ও একসেস টু ইনফরমেশন (a2i)-এবং গোয়ালন্দ পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ পৌরসভা ডিজিটাল সেন্টারের উদ্যোগক্তা নাসিম মাহমুদ ইভান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গোয়ালন্দ প্রপার হাই স্কুলে  প্রধান শিক্ষক মো:হাবিবুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব আশরাফুল দেওয়ান সোহাগ ,শূণ্য এসোসিয়েশন এর সভাপতি আজিজুল পাপিন,মনোয়ার হোসেন সজলঅসীম মৈত্র, রাতুল আহমেদ প্রমুখ ।


Goalundo ict devisions

কর্মশালায় প্রশিক্ষক মোঃ শৈবাল বিশ্বাস আউটসোর্সিংয়ের জন্য একাউন্ট খোলাকাজ পাওয়ার সুযোগকিভাবে কাজ করতে হবেকি কি কাজ করা যাবে এবং কাজের পেমেন্ট কিভাবে আনতে হবে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। উলেখ্য গোয়ালন্দ পৌরসভা ডিজিটাল সেন্টার এর কম্পিউটার ট্রেনিং সেন্টারে ১০ টি কোর্সে ভর্তি চলছে।

Subject:    1.Basic computer--------with a2i certificate gov  1500/=
                   2.Advance intarnet-------                             2000/=
                   3.Adove photoshope-----                             3000/=
                   4.SEO(search engine optimization)----       5000/=
                   5.Affiliate marketing--------                           2000/=
                   6.SMM (social media marketing)---             1500/=
                   7.youtube marketing-------                            3000/=
                   8.Referal marketing--------                            2000/=
                   9.CPA marketing------                                  3000/=
                  10.Survay work----                                        4000/

ভর্তিইচ্ছু আগ্রহিদের গোয়ালন্দ পৌরসভা ডিজিটাল সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। যোগাযোগ-০১৭৯০৭০১৮৬৬,০১৮৩৪৫৬৪৬৩৪
মেইলঃ goalundonews@gmail.com ওয়েবসাইটঃ www.pdcgoalundo.blogspot.com
ফেসবুক: www.facebook.com/Outsourcing-28




Sunday, March 19, 2017

গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আউটসোর্সিং বিষয়ক কর্মশালা-(৪)

goalundo ictdevisions

স্টাফ রিপোর্টার ॥

গোয়ালন্দ
 শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আউটসোর্সিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় স্কুল শ্রেনীকক্ষে গোয়ালন্দনিউজ.কম, গোয়ালন্দ আইসিটি ডিভিশন ও একসেস টু ইনফরমেশন (a2i)-এবং গোয়ালন্দ পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ পৌরসভা ডিজিটাল সেন্টারের উদ্যোগক্তা নাসিম মাহমুদ ইভান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব আশরাফুল দেওয়ান সোহাগ ,শূণ্য এসোসিয়েশন এর সহসভাপতি আজিজুল পাপিন,মনোয়ার হোসেন সজল, নাজমুল হোসেন, রাতুল আহমেদ প্রমুখ ।


কর্মশালায় প্রশিক্ষক মোঃ শৈবাল বিশ্বাস আউটসোর্সিংয়ের জন্য একাউন্ট খোলা, কাজ পাওয়ার সুযোগ, কিভাবে কাজ করতে হবে, কি কি কাজ করা যাবে এবং কাজের পেমেন্ট কিভাবে আনতে হবে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। উলেখ্য গোয়ালন্দ পৌরসভা ডিজিটাল সেন্টার এর কম্পিউটার ট্রেনিং সেন্টারে ১০ টি কোর্সে ভর্তি চলছে।

goalundo ict devisions

  Subject:    1.Basic computer--------with a2i certificate gov  1500/=
                   2.Advance intarnet-------                                         2000/=
                   3.Adove photoshope-----                                         3000/=
                   4.SEO(search engine optimization)----                  5000/=
                   5.Affiliate marketing--------                                    2000/=
                   6.SMM (social media marketing)---                       1500/=
                   7.youtube marketing-------                                      3000/=
                   8.Referal marketing--------                                      2000/=
                   9.CPA marketing------                                              3000/=
                  10.Survay work----                                                    4000/

ভর্তিইচ্ছু আগ্রহিদের গোয়ালন্দ পৌরসভা ডিজিটাল সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। যোগাযোগ-০১৭২৬৫৯৫৯২৮,০১৮৩৪৫৬৪৬৩৪
মেইলঃ goalundonews@gmail.com ওয়েবসাইটঃ www.pdcgoalundo.blogspot.com

Featured Post

বাংলাদেশকে রোবট সুফিয়ার ভিডিও বার্তা

goalundo ict devision  হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া—হেন্সন রোবটিক্সের তৈরি পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। ’ তথ্য-প্র...