GOALUNDO

Saturday, April 1, 2017

ফেসবুকের নতুন চমক এবার সবকিছু 'রিয়েল লাইফ'

facebook

প্রতিদিন নিত্য নতুন কিছু না কিছু নিয়ে এসে সবাইকে চমকে দিচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এরই ধারাবাহিকতায় এবার সব কিছু রিয়েল লাইফ ফিল করানোর জন্য ফেসবুকে আসছে ভার্চুয়াল রিয়্যালিটি প্লাটফর্ম। আর এর জন্য একটি অ্যাপলিকেশন তৈরি করার কথা জানিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। স্যামসাংয়ের ভার্চুয়াল রিয়্যালিটি কিট গিয়ার ভিআর হেডসেটের জন্য ফেসবুক ৩৬০ নামে অ্যাপলিকেশনটি তৈরি হবে। খবর কলকাতা টোয়েন্টিফোরের।

ফেসবুক সূত্রে জানা গেছে, অ্যাপটি হবে ওয়ান-স্টপ শপ। ভার্চ্যুয়াল রিয়্যালিটির দুনিয়ায় এটাই ফেসবুকের প্রথম অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে ফেসবুক ইউজাররা তাদের বন্ধুদের সবকিছুই পর্যবেক্ষণ করতে পারবে এমনকি এর অনুভূতি হবে রিয়েল। যুগান্তকারী এই অ্যাপটির মূল কাজ হবে ৩৬০ ডিগ্রি ভিডিও এবং ছবি গিয়ার ভিআরে দেখানো। কনটেন্টগুলো আসবে ইউজারের ব্যক্তিগত টাইমলাইন থেকে। ফেসবুকের নতুন এই ফিচার যে আর বেশী করে প্রযুক্তি প্রেমীদের আকৃষ্ট করবে তা বলার অপেক্ষা রাখে না।

বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৭/মাহবুব

0 comments:

Post a Comment

Featured Post

বাংলাদেশকে রোবট সুফিয়ার ভিডিও বার্তা

goalundo ict devision  হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া—হেন্সন রোবটিক্সের তৈরি পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। ’ তথ্য-প্র...