GOALUNDO

Its my coaching center photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Its a Girls Schools Campaign Photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Its a proper high school girls photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Our tim photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite

Our campaign photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Wednesday, February 22, 2017

এবার ফেসবুক মেসেঞ্জারে হবে আর্থিক লেনদেন

massenger

বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ 'ফেসবুক মেসেঞ্জার' এর মধ্যমে অর্থ লেনদেনের সুবিধা এনেছে ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠান ট্রান্সফারওয়াইজ। ডিজিটাল লেনদেনে নিজেদের অবস্থান আরও সুসংগঠিত করার লক্ষ্যে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানটি।

লন্ডন-ভিত্তিক এই স্টার্টআপ প্রতিষ্ঠান গত মঙ্গলবার জানিয়েছে, মেসেঞ্জার ব্যবহারকারীরা যেন অ্যাপ থেকেই ব্যবসায়িক যোগাযোগ করতে পারে এবং অনলাইনে কেনাকাটা করতে পারে সেজন্য তারা অ্যাপটিতে একটি চ্যাটবট যুক্ত করেছে। ট্রান্সফারওয়াইজের এই চ্যাটবটের সাহায্যে ব্যবহারকারীরা বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়া এবং ইউরোপ থেকে তাদের পরিবার এবং স্বজনদের কাছে অর্থ পাঠাতে পারবেন। তাছাড়া, এর মাধ্যমে মুদ্রা বিনিময় হারের তথ্যও জানা যাবে তাৎক্ষনিক ভাবে। 
এর আগে, ফেসবুক শুধু যুক্তরাষ্ট্র ভিত্তিক মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য অর্থ লেনদেনের ব্যবস্থা করে দিয়েছিল। তবে তাদের মেসেঞ্জার প্লাটফর্মটি ব্যবহার করে আন্তর্জাতিকভাবে এবং বড় পরিসরে অর্থ লেনদেন করার সুবিধা তৈরি হল এই প্রথম।

ইউরোপ ভিত্তিক ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠান ট্রান্সফারওয়াইজের বর্তমান বাজার মূল্য প্রায় এক বিলিয়ন ডলারেরও বেশি। ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সফলতার সাথেই এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি।
source:bd-pratidin

Tuesday, February 21, 2017

যে ৬টি ফিচার Gmail-এর আপনার অজানা

this website only provide like of ict related news
ictdivisions tips for gmail

ই-মেল পরিষবার ক্ষেত্রে গুগলের Gmail-এর গ্রাহক সংখ্যা রেকর্ড সৃষ্টি করেছে। কিন্তু অনেকেই এই পরিষেবা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানেন না। তাঁদের জন্য বিস্তারিত জানানো হল Gmail-এর কিছু ফিচার।

শেষ পর্যায়ে হঠাত্‍ ইমেল এডিট করতে হলে undo send
ইমেল লেখার পর send বোতামে ক্লিক করার পরে কোনও ভুল চোখে পড়লে কিংবা এডিটিংয়ের কিছু গোলমাল নজরে এলে ইমেল সেন্ড করার পরেও তা কয়েক সেকেন্ডের মধ্যে চাইলে undo করতে পারেন। এমন পরিস্থিতিতে Gmail-এর জেনারেল সেটিংসে গিয়ে undo send অপশনটি চালু করতে পারেন।

সময় বাঁচাতে চালু করুন canned responses
একই মেল একাধিক ব্যক্তিকে পাঠাতে হলে বার বার ই-মেল লেখার প্রয়োজন নেই। অনেক সময় দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে আমরা একই ধরনের ইমেল বারবার লিখছি। সময় বাঁচাতে হলে মেলটি save করে canned responses হিসেবে জমিয়ে রাখা যায়। এরপর স্বল্প এডিট করে তা একাধিক বার ব্যবহার করা যায়। canned responses ফিচারটি পাওয়া যাবে gmail>settings>labs>canned responses গন্তব্যে।

অফলাইনেও Gmail ব্যবহার করা যায়
অনলাইনের নানান উপদ্রব থেকে বাঁচতে হলে অফলাইন মোডে কাজ করা দরকার হয়। এই অবস্থায় ই-মেল পাঠাতে হলে Gmail-এর অফলাইন অ্যাপটি ব্যবহার করুন। এই অ্যাপ-এর সাহায্যে অফলাইন থেকেও Gmail-এর বেশ কিছু ফিচার ব্যবহার করা যায়। এমনকি পুরনো ই-মেলও দেখা যায়। পাশাপাশি, নতুন ই-মেল বা কোনও মেলের জবাব লিখে পরে অনলাইনে গেলে তা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়।

ইনবক্স নোটিফিকেশন বন্ধ রাখতে হলে:
Gmail-এ নতুন কোনও ই-মেল এলে তার সংখ্যা menu bar-এর inbox লেখা শব্দের পাশে দেখা যায়। এতে অনেকের মনঃসংযোগে ব্যাঘাত ঘটে। এই ব্যবস্থা এড়াতে চাইলে email pause অপশনটি ব্যবহার করতে পারেন।

অপছন্দের ই-মেল বন্ধ করতে হলে:
প্রায়ই দেখা য়ায়, অপ্রয়োজনীয় ই-মেলে ইনবক্স গিজগিজ করছে। এমন পরিস্থিতি থেকে বাঁচতে হলে ভিজিট করুন unroll.me ওয়েবসাইটটি। এখানে sign up-এর পরে অনাকাঙ্খিত ই-মেল প্রাপ্তি থেকে সহজেই রক্ষা পাবেন।

2-factor authentication চালু করুন
শুধু ই-মেল নয়, বহু গুরুত্বপূর্ণ তথ্য, ছবি, ভিডিও এমনকি ব্যাংক সংক্রান্ত তথ্য অনেকে Gmail বা গুগলের অন্যান্য পরিষেবায় জমা রাখেন। এই কারণে ই-মেলের নিরাপত্তা ব্যবস্থা মজবুত রাখা প্রয়োজন। 2-factor authentication ফিচার চালু করলে শুধু পাসওয়ার্ডের সাহায্যে ই-মেল খোলা সম্ভব হয় না। পাসওয়ার্ড এবং মোবাইলে আসা কোড পর পর ব্যবহার করেই ইমেল চালু করতে হয়। ফলে হ্যাকারদের হামলা থেকে বাঁচা সম্ভব হয়।
source:.bd-pratidin

Monday, February 20, 2017

গুজব, হিংসা ঠেকাতে কড়াকড়ি ফেসবুকে

 ফেসবুকে

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির পরিকল্পনা করছে ফেসবুক। এর মাধ্যমে ভুয়া খবর ছড়ানো, সন্ত্রাসবাদে উস্কানি কিংবা হিংসায় ইন্ধন জোগাতে যারা ফেসবুক ব্যবহার করে, তাদের ওপর নজরদারি করা হবে।

ফেসবুকের নির্বাহী মার্ক জুকারবার্গ জানিয়েছেন, নজরদারির জন্য যে প্রোগ্রাম তারা তৈরি করবেন, তা দিয়ে সব রকমের নেতিবাচক পোস্ট আটকানো যাবে। আত্মহত্যা ঠেকাতেও সাহায্য করবে এই প্রোগ্রাম।

প্রোগ্রামের কিছু অংশকে ২০১৭ সাল থেকেই সক্রিয় করা হবে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক বছর লাগবে।

জুকারবার্গ বলেনন, প্রতিদিন ফেসবুকে যে কয়েকশো কোটি পোস্ট করা হয়। সবগুলোর ওপর নজর রাখা কার্যত অসম্ভব। কিন্তু ফেসবুক এখন গবেষণা চালাচ্ছে কীভাবে লেখা, ছবি এবং ভিডিওর পর্যালোচনা করে সেখানে আপত্তিকর কিছু আছে কিনা, সেটা বোঝা যায়। কাজটা এখনও একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। এ প্রোগ্রামের চূড়ান্ত লক্ষ্য, ব্যবহারকারীরা যাতে আইনের সীমার মধ্যে থেকে ফেসবুকে পোস্ট করতে পারেন। নতুন প্রোগ্রাম যাতে সব পোস্টের ওপর নজর রাখতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি ফেসবুক ব্যবহারকারীরাও এমনভাবে সব পোষ্ট 'ফিল্টার' করতে পারবেন, যাতে যে জিনিস তারা দেখতে চান না, সেটা যেন তাদের টাইমলাইনে না আসে।

 source:bd-pratidin

দেশে অ্যামাজন-আলীবাবার কার্যক্রম শুরু এপ্রিলে

this is the best ict divisions site
ই-কমার্স 

বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ও আলীবাবা আগামী এপ্রিল মাসে বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ জন্য প্রাথমিক প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশের ডাক বিভাগ।

ডাক বিভাগের পরিচালক সুশান্ত কুমার মণ্ডল জানান, আগামী মার্চ মাসের শুরুর দিকে অ্যামাজন ও আলীবাবার সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য একটি পাইলট প্রজেক্ট চালু হবে। এ প্রজেক্ট সফল হলে আগামী এপ্রিল মাসে অ্যামাজন ও আলীবাবার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে বাংলাদেশ সরকার।

এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ডাক বিভাগে বাস্তবায়িত ই-কমার্সের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, অ্যামাজন ও আলীবাবার সঙ্গে যৌথভাবে কাজ করবে বাংলাদেশের ডাক বিভাগ।

তিনি বলেন, আমরা তাদের সঙ্গে স্থানীয় এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চাই। এর ফলে ডাক বিভাগের সম্প্রসারণ হবে এবং একই সঙ্গে তাদের রাজস্ব বৃদ্ধি পাবে।

এর আগে গত বছরের নভেম্বরে ঢাকায় ২১টি পোস্ট অফিস থেকে ই-কমার্স পণ্য সরবরাহের অর্ডার নেয়া এবং সেগুলো থেকে বিতরণের সেবা শুরু করে ডাক বিভাগ। এ উদ্যোগের ফলে এখন থেকে অনলাইনে ক্রেতারা তাদের পণ্য ই-কমার্স সাইট থেকে সহজেই গ্রহণ করতে পারবেন। ডাক বিভাগের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ে পণ্য পৌঁছে দিতে পারবে।
source:bd-pratidin

Sunday, February 19, 2017

হাতের নাগালেই বেলুনের ইন্টারনেট

বেলুন নেটওয়ার্ক

আকাশে থাকবে বেলুন নেটওয়ার্ক আরহাতের নাগালে থাকবে দ্রুতগতির ইন্টারনেট। প্রত্যন্ত অঞ্চলে যেখানে ইন্টারনেট সুবিধার জন্য অবকাঠামো তৈরি অসম্ভব সেখানে বেলুন উড়িয়ে ইন্টারনেট সেবা দেওয়া যাবে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের এই পরিকল্পনা পরীক্ষামূলক পর্যায় অতিক্রম করে এখন বাস্তবের পথে।
প্রকল্পটির নাম ‘প্রজেক্ট লুন’। অ্যালফাবেট কর্তৃপক্ষ বলছে, নেভিগেশন সফটওয়্যারে সফলতা অর্জিত হওয়ায় বেলুনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা দেওয়ার প্রকল্পটি বাস্তব পর্যায়ে চলে এসেছে।
অ্যালফাবেটের এক্স ইউনিটের প্রধান অ্যাস্ট্রো টেলার বলেন, ‘বিশ্বের জন্য শিগগিরই আরও কিছু করার জন্য আমাদের টাইমলাইন শুরু হচ্ছে।’
টেলার বলেন, আমরা দ্রুতগতিতে এগিয়ে যেতে চাই কিন্তু তা অবশ্যই চিন্তা করে এগোতে চাই।
এ সফলতা অর্জন করা গেছে ইন্টারনেট যুক্ত বেলুনের নিয়ন্ত্রণে সফটওয়্যারগত উন্নয়নের ক্ষেত্রে। আমরা এ বেলুনকে উন্নত করতে চাই, বিশেষ করে বাতাসের সঙ্গে দাবা খেলার মতো করে। ফলে বেলুনকে নির্দিষ্ট জায়গায় রাখা সম্ভব হবে।

টেলার আশা করেন, সামনের দিনগুলোতে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করে সত্যিকারের ব্যবহারকারীদের কাছে ইন্টারনেট সেবা পৌঁছাতে কাজ করবে অ্যালফাবেট। বেলুন থেকে আসা ইন্টারনেট মাটিতে থাকা নেটওয়ার্কের সঙ্গে কীভাবে কাজ করে সেটি পরীক্ষা করে দেখা হবে শুরুতে।
অবশ্য কোথায় প্রাথমিকভাবে বেলুন থেকে আসা ইন্টারনেট দিয়ে গ্রাহকসেবা দেওয়া হবে সেটি উল্লেখ করেননি টেলার।
টেলার বলেন, আমরা হঠাৎ করে সব জায়গায় যাব না। আমরা একটি ইকোসিস্টেমের অংশ হতে চায়। যেসব স্থানে পরীক্ষা চালানো হচ্ছে সেখানকার স্থানীয় টেলিকম কোম্পানির সঙ্গে কাজ করা হবে।
এই প্রকল্পের মাধ্যমে টেলিকম অপারেটরদের সঙ্গে মিলে নেটওয়ার্ক বাড়িয়ে অর্থ আয় করবে  অ্যালফাবেট।
গত এক বছর ধরে শ্রীলঙ্কায় বেলুন প্রকল্প নিয়ে কাজ করেছে গুগল। তবে আইনগত জটিলতার কারণে দেশটিতে এ প্রকল্প বন্ধ করে দিতে পারে প্রতিষ্ঠানটি। 
২০১৩ সালে নিউজিল্যান্ডে প্রথম বেলুন প্রকল্প চালু করে গুগল।
source:prothom-alo

Tuesday, February 7, 2017

BTRC cancels license associated with 68 ISPs, internet cafes

this is the best website in Bangladesh for all about ict devision
BTRC

DHAKA: Bangladesh Telecommunication Regulating Commission (BTRC) offers terminated permit associated with 68 web provider providers (ISPs) as well as internet cafes.
BTRC director associated with legal as well as licensing department MA Taleb Hossain released the actual purchase upon Wednesday (February 1) within the charge associated with faltering in order to restore permit after expiration.

this is the best website in Bangladesh for all about ict devision
internet cafes
Based on BRTC, the actual ISPs such as internet cafes need to apply for restoration of their permit before the date associated with expiration.
But, all those 68 companies such as internet cafes did not apply for restoration of their permit even after the actual date associated with expiration ended.
As per Bangladesh Telecommunication Act-2001, this can be a punishable offense which is why the actual commission rate came up with the actual move.
The actual companies had been purchased to pay all the costs within a 30 days, otherwise necessary legal action will be taken based on Bangladesh Telecommunication Act-2001 as well as General public Needs Recovery Act-1993, the actual purchase stated.


 TO KNOW ABOUT US MORE
PLEASE VISIT OUR ANOTHER WEBSITE

Monday, February 6, 2017

তথ্যপ্রযুক্তিতে সফল উদ্যোক্তা হতে প্রয়োজন ধৈর্য্য


ছবি: সংগৃহীত
১০০ কোটি মার্কিন ডলারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্যে আমাদের প্রয়োজন বিপুল সংখ্যক আইসিটি উদ্যোক্তা, যারা ভবিষ্যতে এই শিল্পকে নেতৃত্ব দেবে। বিশেষকরে শিক্ষার্থীরা আইটি ব্যবসায় শুরু করতে বেশী আগ্রহী হচ্ছে।
ictdevisions

কিন্তু ধৈর্য্যের বড় অভাব রয়েছে তাদের মধ্যে। আইসিটি উদ্যোক্তা হতে গেলে বড় প্রয়োজন ধৈর্য্য।

বেসিস সফটএক্সপোতে সিনিউজ কর্তৃক আয়োজিত ‘তথ্যপ্রযুক্তি উদ্যোগের জন্য পরবর্তী প্রজন্মকে প্রস্তুতকরণ’ শীর্ষক সেমিনারে সিনিউজের সম্পাদক ও দ্য ডাটাবিজ সফটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ কামাল মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব বলেন।
তিনি আরও বলেন, একজন উদ্যোক্তাকে শুধু নিজের কথা চিন্তা করলে হবে না, মনে রাখতে হবে তার উপর তার পুরো পরিবার নির্ভরশীল। সেজন্য উদ্যোক্তার খাতায় নাম লেখাতে হলে সবকিছু বুঝে শুনে এগোতে হবে।
আইসিটি উদ্যোক্তা হতে চাইলে অবশ্যই আইসিটি নলেজ থাকা দরকার। আইনি পলিসি, ব্যাংকিং, ইন্টারন্যাশনাল রোল, প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, কোর অ্যাকাউন্টিং কনসেপ্ট, বেসিক নলেজ, বেসিক নেটওয়ার্কিং কনসেপ্ট সহ বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে তাদের জানা একান্তই দরকার। তাহলেই উদ্যোক্তারা সফলতার মুখ দেখবে।
বিডিজবস ও আজকের ডিলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর বলেন, উদ্যোক্তা হতে গেলে সীমাহীন ধৈর্য্য থাকতে হবে। আমাদের তরুণদের মধ্যে কম সময়ে বড় লোক হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। কিন্ত তা কখনোই সম্ভব না। বাংলাদেশের মত দেশে সফল হতে গেলে ম্যারাথন দৌড়ের মানসিকতা থাকতে হবে।
  
সেমিনারে ব্রেইন স্টেশন ২৩ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির বলেন,  টাকার জন্য উদ্যোক্তা নয়। টাকা চাইলে চাকরি করুন। আর উদ্যোক্তা হতে গেলে আগে ব্যবসা জানতে হবে। বর্তমান সময়ে জানি না বলতে কোন শব্দ নেই, না জানলে গুগল দেখুন। উদ্যোক্তা হতে গেলে জানতে আপনাকে হবেই।
সেমিনারটি সঞ্চালনা করেন সিনিউজের নির্বাহী সম্পাদক কাজী মোস্তাক। আরও উপস্থিত ছিলেন বেটার স্টোরিজের মিনহাজ আনোয়ার, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, সিনিউজের ব্যবস্থাপনা সম্পাদক কাওসার উদ্দিন এবং সহযোগি সম্পাদক গোলাম দস্তগীর তৌহিদ।
source :banglanews24

Featured Post

বাংলাদেশকে রোবট সুফিয়ার ভিডিও বার্তা

goalundo ict devision  হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া—হেন্সন রোবটিক্সের তৈরি পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। ’ তথ্য-প্র...